‘ওবামা মরুক, আর গরিলার সঙ্গে গুহায় বাস করুক মিশেল’
প্রকাশ: ২০১৬-১২-২৭ ১১:৫৯:০৫

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মৃত্যু কামনা ও মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা সম্পর্কে বর্ণবাদী মন্তব্য করে জন-রোষ ও জন-সমালোচনার মুখে পড়েছেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সহযোগী।কার্লো পালাদিনো নামের ডোনাল্ড ট্রাম্পের ওই সহযোগী নিউ ইয়র্কের এক সাপ্তাহিক পত্রিকায় সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, ‘বারাক ওবামা মরে যাক, আর ফার্স্ট লেডি গরিলার সঙ্গে গুহায় বাস করুক।’
নিউ ইয়র্কে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সহকারী চেয়ারম্যান ছিলেন ব্যবসায়ী কার্লো পালাদিনো। ‘২০১৭ সালে কি কি হলে খুশি হবেন আপনি’ এই প্রশ্নের উত্তরে নিউ ইয়র্কের গভর্নর পদের সাবেক প্রতিযোগী রিপাবলিকান এই প্রার্থী জানান, ‘আমি চাই, অন্য কারো সঙ্গে সম্পর্কে ধরা পড়তেই ওবামার পাগল গরুর রোগ হয়ে যাক। চিকিৎসার আগেই মারা যাক সে।’
এখানে থেমে না থেকে পালাদিনো আরও বলেন, ‘আমি চাই, মিশেল ওবামা আবার আগের মতো ছেলে হয়ে যাক, এবং জিম্বাবুয়ের যেখান থেকে এসেছে সেখানে গিয়ে গরিলা ম্যাক্সির সঙ্গে গুহায় বসবাস শুরু করুক।’
পালাদিনোর এমন বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয় পালাদিনোকে।
সাধারণ নাগরিকদের পাশাপাশি পালাদিনোর সমালোচনায় মুখর হন বর্তমান নিউ ইয়র্ক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো, যিনি ২০১০ সালে পালাদিনোকে নির্বাচনে হারিয়েছিলেন। তিনি বলেন, ‘পালাদিনোর মন্তব্য, বর্ণবিদ্বেষে ভরা, কুশ্রী এবং নিন্দনীয়। তার বর্ণবিদ্বেষী এবং উস্কানিমূলক মন্তব্য করার রেকর্ড রয়েছে। তার মন্তব্য সমাজের মতকে প্রতিফলিত করে না। নিজের কুরুচিকর মন্তব্য দিয়ে সে দেশের মানুষকে বিব্রত করে।’
পালাদিনোর এই মন্তব্য নিয়ে বিরোধিতা বা কোনো মন্তব্যই করেননি ট্রাম্প। যদিও ট্রাম্পের মুখপাত্র জানিয়েছেন, ‘পালাদিনো যা বলেছেন তা নিন্দনীয়, আমাদের আলোচনাতেও তার কোনো জায়গা নেই।’







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












