শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
২০১৮ সালের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত সম্পূর্ণ বন্ধ হবে: রাজনাথ
প্রকাশিত - ডিসেম্বর ২৭, ২০১৬ ৬:৩৮ পিএম

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিপূর্ণভাবে বন্ধ করে দেয়া সম্ভব হবে। সোমবার তিনি বলেন এটি বিজেপি সরকার প্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে আগামী দেড় বছরের মধ্যে ২০০ কিলোমিটার সীমান্ত বন্ধ করা হবে।
বিজেপি কর্মীদের এক সভায় রাজনাথ বলেন, আমরা বাংলাদেশ-ভারতের ২২৩.৭ কিলোমিটার সীমান্ত বন্ধ করার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। আশা করা যায় আগামী দেড় বছরের মধ্যে এই কাজ সম্পন্ন হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ যাদের সঙ্গে আমাদের ভালো ও আন্তরিক সম্পর্ক বিদ্যমান, আমরা চেষ্টা করবো ভবিষ্যতেও এই সম্পর্কে ধরে রাখতে।
আসামের গুয়াহাটিতে দেয়া বক্তব্যে রাজনাথ বলেন, রাজ্যের বিদ্রোহী কর্মকাণ্ড কোনো মতেই সহ্য করা হবে না। তিনি বলেন, যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কোনো কষ্ট, সমস্যা কিংবা ইস্যু থেকে থাকে তাহলে আমরা তাদের সঙ্গে আলোচনা করতে রাজি আছি। আমরা তাদের সঙ্গে গলা মেলাতে রাজি এবং কথা বলতেও। কিন্তু যদি কোনো সহিংসতা হয় তাহলে কোনো সমঝোতা হবে না। দ্য হিন্দু।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.