দর বৃদ্ধির শীর্ষে এস. আলম কোল্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০২-১৮ ১৫:৩২:০৮

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস. আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪০ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ২৭৭ বারে ১০ লাখ ৮৬ হাজার ৪৪৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ২ হাজার ২২৯ বারে ২৬ লাখ ৪৫ হাজার ৬৬২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ কোটি ৬৮ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ২৮ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ১ হাজার ৩৩৯ বারে ৮ লাখ ১৩ হাজার ৮৮৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–আরডি ফুডের ৭.০৩ শতাংশ,, এস্কয়ার নিটের ৫.২৬ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.১২ শতাংশ, ইজেনারেশনের ৪.৭৬ শতাংশ, গ্লোবাল হার্ভেস্টের ৪.৫০ শতাংশ, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৪.২৯ শতাংশ এবং ফার কেমিক্যালসের ৪.০১ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












