দর বৃদ্ধির শীর্ষে ইনটেক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০২-১৯ ১৬:১২:২৯

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১০১ বারে ১৪ লাখ ৯৪ হাজার ৯২৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৪৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৫২ বারে ৪৪ লাখ ৮১ হাজার ৫৩৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৪৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ। ফান্ডটি ৩০১ বারে ৯ লাখ ৪৪ হাজার ৭১৪ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – এস আলম কোল্ড রোলের ৯.৩৭ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ারের ৬.৭০ শতাংশ, গোল্ডেন হারভেস্ট এগ্রোর ৫.১৭ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রির ৪.৯৩ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪.৮৭ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৪.৪৫ শতাংশ ও আমান ফিডের ৪.৪১ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












