দর পতনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০২-১৯ ১৬:৩৩:১১


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৪৩ বারে ৯০ লাখ ৭২ হাজার ৩২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২২ কোটি ৮৪ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮২ শতাংশ কমেছে। ফান্ডটি ৭৩ বারে ৫ লাখ ২০ হাজার ৭০ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা নিউ লাইন ক্লোথিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩৮৩ বারে ২৫ লাখ ৫৪ হাজার ৫৭৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৮৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–জেনারেশন নেক্সটের ৫.৫৬ শতাংশ, আরামিটের ৪.৭৪ শতাংশ, নূরানি ডাইংয়ের ৪.৬৫ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ৪.৬৫ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৪.৪৪ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৩.৬৮ শতাংশ এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৩.৬৮ শতাংশ দর কমেছে।

 

এসকেএস