সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০২-২২ ০৯:৪২:৪৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৫.৪০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ৩ দশমিক ৫০ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ৪.৬০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে শাইনপুকুর সিরামিকের শেয়ার দর বেড়েছে ১১ দশমিক ৫০ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৪.৭০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–গোল্ডেন হারভেস্ট এগ্রোর ১৮.৫৮ শতাংশ, ইনটেক অনলাইনের ১৫.৭১ শতাংশ, ফু-ওয়াং ফুডসের ১৪.৯৩ শতাংশ, ফার কেমিক্যালের ১৪.৬১ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ১১.৮৩ শতাংশ, গোল্ডেন সনের ১১.৬৩ শতাংশ এবং সোনারগাঁ টেক্সটাইলের ১১.১১ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












