দর বৃদ্ধির শীর্ষে এস. আলম কোল্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০২-২৩ ১৫:৫১:৪০


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস. আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ৬২ বারে ৮৯ হাজার ৩৬৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এক্সিম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। ফান্ডটি ১৬৪ বারে ১৬ লাখ ৮৮ হাজার ৪৭৭ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৫৭ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬০ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ১৭৯ বারে ১২ লাখ ২২ হাজার ৫৫১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– শাইনপুকুর সিরামিকের ৯.৫২ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৯.৩৫ শতাংশ, বারাকা পাওয়ারের ৯.১৮ শতাংশ,  ফুওয়াং ফুডের ৮.৪৪ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৭.৮১ শতাংশ, বিডি থাই ফুডের ৭ শতাংশ ও ইয়াকিন পলিমারের ৬.৬৭ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস