দর পতনের শীর্ষে এটলাস বাংলাদেশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০২-২৩ ১৫:৫১:৫৬


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এটলাস বাংলাদেশ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৬ বারে ৪ হাজার ৩০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিং শাইন টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৪৭ বারে ৫ লাখ ৯৭ হাজার ৮৫৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৪ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ফার্স্ট ইন্স্যুরেন্সের ইউনিট দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৫৬ শতাংশ কমেছে। ফান্ডটি ১৮ বারে ৪৬ হাজার ২০৪ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–নিউ লাইন ক্লোথিংয়ের  ৪.২৭ শতাংশ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ৩.৭৫ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ৩.৬৭ শতাংশ, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালসের ৩.৬০ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাটের ৩.১৩ শতাংশ, জেনারেশন নেক্সটের ২.৯৪ শতাংশ এবং এমারেল্ড অয়েলের ২.৯৩ শতাংশ দর কমেছে।

 

এসকেএস