
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১৬ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বীচ হ্যাচারির লেনদেন হয়েছে ১৫ কোটি ১৮ লাখ ৫৮ হাজার টাকার।
১২ কোটি ৩৭ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মা লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-ফু-ওয়াং ফুডস , ড্রাগন সোয়টার , শাইনপুকুর সিরামিক্স, লাভেলো, কাট্টালি টেক্সটাইল , অগ্নি সিস্টেমস এবং ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ।
এসকেএস