
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১২৮ বারে ৩৮ হাজার ৪৭৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে খুলনা পেইন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৫১০ বারে ১৯ লাখ ৭৪ হাজার ৭৬৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৯ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৩৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৭৩ বারে ৭ লাখ ৪৯ হাজার ৩৩০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৩৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-আইসিবি ইসলামিক ব্যাংকের ৩.৩৩ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৩.১৩ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.১৩ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.০৩ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৩.০৩ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ২.৯০ শতাংশ এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ২.৮৫ শতাংশ দর কমেছে।
এসকেএস