শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
পরিচালক সমিতির নতুন সভাপতি গুলজার-মহাসচিব খোকন
প্রকাশিত - ডিসেম্বর ৩১, ২০১৬ ১২:২৭ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের আমেজ শেষ হলো। নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব পদে নির্বাচিত বদিউল আলম খোকন।
উল্লেখ্য, গতকাল ৩০ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে তা শেষ হয় বিকেল ৫টায়।
১৩২ ভোট পেয়েছেন মুশফিকুর রহমান গুলজার এবং বদিউল আলম খোকন পান ১৮৮ ভোট। নব-নির্বাচিত সভাপতি এবং মহাসচিব দু’জনই একই প্যানেলে ছিলেন।
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মমতাজুর রহমান আকবর। যুগ্ম-মহাসচিব নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র নির্মাতা শাহীন সুমন, সাংগঠানিক সম্পাদক বজলুর রাশেদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক ও সাংস্কৃতিক সম্পাদক শাহীন কবির টুটুল, অর্থসম্পাদক আহমেদ ইলিয়াস ভুঁইয়া, প্রচার-প্রকাশনা ও দফতর সম্পাদক মো. সালাউদ্দিন।
পরিচালক সমিতির ২০১৭-১৮ সালের দ্বি-বার্ষিক এ নির্বাচনে মোট ৩টি প্যানেল থেকে ৫১ জন এবং ৪ জন স্বতন্ত্রসহ মোট ৫৫ প্রার্থী অংশ নেয়। মোট ভোটার সংখ্যা ছিল ৩৬৮ জন।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.