আফগানিস্তানে শিলাবৃষ্টি-ভারী বর্ষণে নিহত ২৯
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-০২-২৫ ২১:১৮:১৬

শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের কারণে আফগানিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দুটি প্রদেশে অন্তত ২৯ জনের প্রাণহানি ঘটেছে।
মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি) দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
দেশটির পশ্চিম ফারাহ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরায়েল সায়ার বলেছেন, শিলাবৃষ্টি ও ভারী বর্ষণের কারণে প্রদেশের বিভিন্ন স্থানে অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এতে আরও ছয়জন আহত হয়েছেন।
এছাড়া কান্দাহার প্রদেশের স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রদেশের কয়েকটি স্থানে ভারী বর্ষণের কারণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
সূত্র: এএফপি।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













