দর বৃদ্ধির শীর্ষে বসুন্ধরা পেপার

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৫-০২-২৬ ১৫:৫৫:০০


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি ৩৬৭ বারে ৪ লাখ ৩ হাজার ৫০৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৫২ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা এস আলম কোল্ড রোলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটি ৮২৮ বারে ১৪ লাখ ১৩ হাজার ৯৩১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৯৯ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা দেশবন্ধুর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ০১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬২৭ বারে ২০ লাখ ৭৮ হাজার ৯৯১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৫৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –ফুড-ওয়াং ফুডসের ৬.৭৪ শতাংশ, লিমিটেড, খান ব্রাদার্সের ৫.৮৫ শতাংশ, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের ৫.৬০ শতাংশ, আইএসআইসি ব্যাংকের ৫.৪৭ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৪.৯৯ শতাংশ, স্যালভো কেমিক্যালের ৪.৯৩ শতাংশ এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৪ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস