দর পতনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০২-২৬ ১৫:৪২:১১


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৪৮১ বারে ৫৭ লাখ ৯২ হাজার ৭৪৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ১ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৯১ বারে ৭ লাখ ৫১ হাজার ৩২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৭৬ বারে ২৯ লাখ ৩৯ হাজার ৭৫৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–ন্যাশনাল ব্যাংকের ৪.১৭ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.০০ শতাংশ, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ৩.৯৮ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৩.৪৯ শতাংশ, ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টের ৩.৪৫ শতাংশ, তশরিফা ইন্ডাস্ট্রিজের ৩.৩৮ শতাংশ এবং সিলভা ফার্মাসিউটিক্যালসের ৩.২৫ শতাংশ দর কমেছে।

 

এসকেএস