ভারত নিয়ে মন্তব্য করায় বিপদে ‘রইস’ অভিনেত্রী মাহিরা

প্রকাশ: ২০১৬-১২-৩১ ১৬:০৭:৫৪


mahiraবলিউডে কাজ করতে এসেছেন সম্প্রতি, বাদশা শাহরুখের হাতধরে কিছুদিনের মধ্যে মুক্তি পাবে বলিউড ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘রইস’। তবে বলিউড-ভারত কিংবা সেখানকার ভক্ত সমাজ সম্পর্কে খুববেশি জানেন না পাক অভিনেত্রী মাহিরা খান। বলিউড ও ভারতকে নিয়ে করা পুরনো মন্তব্যে বেশ বিপদে পড়েছেন মাহিরা।
আশঙ্কা করা হচ্ছে বলিউডে ইনিংস শুরু করেও হয়তো অকালে থেমে যেতে পারে পাক অভিনেত্রী মাহিরা খানের দৌড়! কারণ, ‘রইস’ মুক্তির ঠিক আগে ভারত ও বলিউড সম্পর্কে মাহিরার মন্তব্যের যে ভিডিও ছড়িয়ে পড়েছে। ইন্ডিয়া ডটকম, ইন্ডিয়া টুডেসহ বেশকিছু ভারতীয় মিডিয়া খবরটি প্রকাশ করেছে।
প্রকাশিত ভিডিওতে মাহিরাকে বলতে শোনা গেছে, ‘পাকিস্তানের কখনও ভারতের থেকে কিছু শেখার নেই৷ আমরা তো আর বলিউড নই!’
২০১১-এ পাকিস্তানের একটি রিয়েলিটি শোর এই ভিডিও ‘রইস’ মুক্তির ঠিক আগে প্রকাশ্যে আসায় ফের সমস্যায় পড়তে পারে  শাহরুখের ‘রইস’।
সাম্প্রতিক কাশ্মির ইস্যুতে বলিউডে পাক তারকাদের কাজ করা নিয়ে এমনিতেই ঝড়-ঝঞ্জাট লেগেই আছে। যদিও মাহিরা এই ভিডিওটি অনেক আগের, তবু গোড়া ভারতীয়রা কী সেটা মানবেন!