সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-০১ ১০:৫৩:১৭


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৮ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.০২ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা গ্রামীন ফোনের ৫৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.২৭ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা সাইনপুকুর সিরামিকসের ৫৩ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.০৬ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফু-ওয়াং ফুডের ৫১ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা, বিচ হ্যাচারির ৫১ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা, অগ্নি সিস্টেমসের ৫১ কোটি ৪৩ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৪৪ কোটি ৮১ লাখ টাকা, লাভেলো আইস্ক্রিমের ৩৮ কোটি ৮৫ লাখ টাকা, রবি আজিয়েটার ৩৮ কোটি ১৩ লাখ টাকা এবং সানলাইফ ইন্স্যুরেন্সের ৩৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস