নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা শিশুরা। বছরের প্রথম দিন উৎসবমুখর আয়োজনে শিশুদের হাতে তুলে দেয়া হয় নতুন বছরের বই। বই পেয়ে আনন্দে আত্মহারা ক্ষুদে শিক্ষার্থীরা। হই হুল্লোড়, নাচানাচিতে মুখর হয়ে ওঠে উৎসব স্থল।
রোববার সকালে রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে বই উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এ উৎসবকে কেন্দ্র করে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল প্রাঙ্গণে রাজধানীর প্রায় ৩১টি স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি উৎসবমুখর হয়ে ওঠে। শিক্ষার্থীরা লাল, সবুজ রঙের ক্যাপ মাথায় পরে বই উৎসবে অংশ নেয়। এ সময় নতুন বই হাতে নিয়ে শিক্ষার্থীদের উল্লাস করতে দেখা যায়।
একই দিন সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যাল মাঠে প্রাথমিক পর্যায়ের বই বিতরণ উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বেলুন উড়িয়ে উদ্বোধন শেষে শিশুদের হাতে নতুন বই তুলে দেন।
এসময় ছোট ছোট শিশু ও অবিভাবকদের আগমনে বিশ্ববিদ্যালয়ের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। হৈ হুল্লোড়ে মুখর হয়ে উঠে অনুষ্ঠানস্থল। শিশুরা নতুন বই পেয়ে আনন্দে নাচানাচি করতে থাকে। এসময় প্রতিবন্ধী শিশুদের হাতেও বই তুলে দেন মন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান এমপি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন এমপি।
এছাড়া সারা দেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে।