বছরের প্রথম দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুল ও শেখ রাসেল মডেল স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টা ও ১১টায় বিশ্ববিদ্যালয় স্কুল প্রাঙ্গণে পৃথক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমদ, রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয় স্কুলের অধ্যক্ষ অধ্যাপক আলী আহসান, শেখ রাসেল মডেল স্কুলের অধ্যক্ষ মোমেনা জীনাত প্রমুখ।
সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস