দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-০৩ ১৫:০৯:০২

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৩৪ বারে ৩০ লাখ ১৮ হাজার ৫৮৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ২০ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা জেমিনি সী ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ০৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৮৮১ বারে ৩ লাখ ৫৫ হাজার ৪০৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৬৮ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ফু ওয়াং ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২২১ বারে ৪২ লাখ ৬৬ হাজার ৬৮৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ১০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –এশিয়ান টাইগার সন্ধানী লাইভগ্রোথ ফান্ডের ৪.৬২ শতাংশ, গোল্ডেন হারভেস্ট এগ্রোর ৩.৯৭ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৩.৮৩ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ৩.৮১ শতাংশ, ন্যাশনাল পলিমার ৯.৭৮ শতাংশ, ডেসকোর ৩.৪৭ শতাংশ ও আলহাজ্ব টেক্সটাইলের ৩.১১ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












