দুর্বৃত্তের গুলিতে নিহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের মরদেহ ঢাকার বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক রাইজিংবিডিকে বলেন, ‘মরহুমের লাশ বিকেল চারটার দিকে ঢাকায় পৌঁছেছে। এখন তার লাশ বারডেমের হিমঘরে রাখা হয়েছে।’
সোমবার সকাল ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গ্রামের বাড়িতে তৃতীয় জানাজা শেষে তার লাশ দাফন করা হবে।
এর আগে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে মনজুরুল ইসলাম লিটনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, পুলিশ সুপার মিজানুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলসহ দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনকে সাহাবাজ গ্রামের নিজের বাড়িতে গুলি করে দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।