দর বৃদ্ধির শীর্ষে ইন্দো-বাংলা ফার্মা
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৫-০৩-০৪ ১৪:৫৬:০৬

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইন্দো-বাংলা ফার্মা লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ৭২১ বারে ৪৮ লাখ ২৫ হাজার ৮১৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৫৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা লিন্ডে বিডির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৯ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৩২৩ বারে ১ লাখ ৩৪ হাজার ৪৬৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৯৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এশিয়ার টাইগার সন্ধ্যানী লাইফ গ্রোথ ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৭ শতাংশ। ফান্ডটি ৩২৩ বারে ২৬ লাখ ৫৬ হাজার ৮৯৬ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –শাইনপুকুর সিরামিকের ৩.৯৫ শতাংশ, কেডিএস এক্সেসরিজ ৩.৫৪ শতাংশ, ফার্মা এইডস ৩.৩৭ শতাংশ, বিচ হ্যাচারি ২.৬৫ শতাংশ, সিলভা ফার্মার ২.৬১ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ২.৪৩ শতাংশ এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ২.১০ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












