খ্রিস্টান তরুণীর ভূমিকায় বৃষ্টি
প্রকাশ: ২০১৭-০১-০২ ১১:৫৯:০৩

এবার একটি নাটকে একজন খ্রিস্টান তরুণীর চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী বৃষ্টি ইসলাম। এতে তাকে মোশাররফ করিমের প্রেমিকার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ‘মার্গারেট ও চন্ডী কথক’ শিরোনামের এ নাটকটি রচনা করেছেন দয়াল সাহা, পরিচালনা করেছেন এম আই জুয়েল। গাজীপুরের কালিয়াকৈর জমিদার বাড়ি ও শ্রীফালতলীর গ্রাম এবং নদীতে এর চিত্রায়ণ হয়েছে। নাটকের গল্পে দেখা যায়, মোশাররফের নাম চন্ডী।
আর বৃষ্টির চরিত্রটি মার্গারেটের। নৌকায় চড়তে খুব ভালো লাগে মেয়েটির। তাই কনকনে ঠান্ডায় ভোর হওয়ার প্রাক্কালে নদীতে নৌকার ওপর সংলাপ বলেছেন তারা। এতে কাজের অভিজ্ঞতা নিয়ে বৃষ্টি ইসলাম বলেন, ‘এই নাটকে কাজ করে আমার খুব ভালো লেগেছে। নাটকের গল্পটা বেশ মজার। সংলাপগুলোতে প্রাণ ছিলো। ফলে আমি চরিত্রের সঙ্গে দারুণভাবে মিশে গিয়েছিলাম। শুটিংয়ের প্রথম দিন
আমাদের হাজির হতে বলা হলো রাত সাড়ে চারটায়। সকালের ম্যাজিক আওয়ারে দৃশ্যধারণের জন্যই এই চেষ্টা। একটি দৃশ্যর জন্য আমরা অনেক কষ্ট করেছি।’ পরিচালক জানিয়েছেন, এই নাটকে মোশাররফের সঙ্গে কয়েকটি প্রেমের দৃশ্যে দেখা যাবে বৃষ্টি ইসলামকে। সেই অভিজ্ঞতা প্রসঙ্গে বৃষ্টি বলেন, ‘প্রথম প্রথম মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে অবশ্যই বিব্রত লাগছিলো। কারণ তিনি আমার চেয়ে বয়সে অনেক বড়।
তাছাড়া তার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। মোশাররফ ভাই নিঃসন্দেহে অনেক বড়মাপের শিল্পী। তাই একটু টেনশন কাজ করছিলো, ঠিকভাবে কাজটা করতে পারবো কি-না! তবে ভালোভাবে কাজটা শেষ হয়েছে। আর আমার চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং ছিলো। আমি চেষ্টা করেছি নিজেকে যথাযথভাবে তুলে ধরতে। মনে হয় পেরেছি।’







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













