
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৫৬ বারে ১০ লাখ ৬২ হাজার ৬০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ২৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এস আলম কোল্ড রোলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৫১ বারে ১১ লাখ ১৭ হাজার ৬৬০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪৩ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৯৯ বারে ৬০ হাজার ৫৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–শার্প ইন্ডাস্ট্রিজের ৫.৭০ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫.৫৬ শতাংশ, নিউ লাইন ক্লোথিংয়ের ৫.৫০ শতাংশ, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের ৫.৩১ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.১৩ শতাংশ, একটিভ ফাইন কেমিক্যালের ৫.০০ শতাংশ এবং পূরবী ফিনিক্স ফাইন্যান্সের ৪.৭৬ শতাংশকমেছে।
এসকেএস