এবার মার্কিন কৃষি পণ্যে চীনের শুল্ক আরোপ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-০৫ ০৮:৩৩:৪৫


চীন সরকার এবার প্রায় দুই হাজার ১০০ কোটি ডলারের মার্কিন পণ্য আমদানির ওপর ১০ থেকে ১৫ শতাংশ নতুন শুল্ক আরোপ করেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যে বাড়তি শুল্ক আরোপের প্রতিবাদে এ ঘোষণা দিয়েছে চীন।

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য উত্তেজনা আবারো বাড়তে শুরু করেছে৷ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করেন। ফেব্রুয়ারির ১০ শতাংশসহ ৪ মার্চ থেকে চীনা পণ্য আমদানির ওপর ২০ শতাংশ শুল্ক কার্যকর হয়। যুক্তরাষ্ট্রের দাবি, চীন মাদক পাচার রোধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।

আর ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় চীন মার্কিন কৃষি ও খাদ্যপণ্যের ওপর নতুন শুল্ক বসিয়েছে। ২৫টি মার্কিন কোম্পানির বিরুদ্ধে রপ্তানি ও বিনিয়োগ নিষেধাজ্ঞা জারি করেছে।

চীন মুরগির মাংস, গম, ভুট্টা ও তুলার ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। আর সয়াবিন, সরগাম বা জোয়ার, গরুর মাংস, শূকরের মাংস, ফল, শাকসবজি ও দুগ্ধজাত পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কখনোই কোনো প্রকার হুমকি বা চাপের কাছে নতিস্বীকার করবে না৷ চীন এই শুল্ক আরোপকে যুক্তরাষ্ট্রের ‘ব্ল্যাকমেইল’ নীতি বলে মনে করছে৷ তবে বিশ্লেষকরা বলছেন, চীন এখনো আলোচনার দরজা খোলা রেখেছে।

সূত্র: ডয়চে ভেলে

এনজে