দর বৃদ্ধির শীর্ষে হাক্কানী পাল্প

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-০৫ ১৪:৩১:০৬


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হাক্কানী পাল্প লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫২৫ বারে ১০ লাখ ২৭ হাজার ৫০২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৫৮ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ইন্দো-বাংলা ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৬ শতাংশ। কোম্পানিটি ৯৩১ বারে ২৯ লাখ ৫৪ হাজার ৫৫৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৬৮ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা লিগ্যাসী ফুডওয়ারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৫৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৪৯ বারে ৭ লাখ ২৮ হাজার ৪৯৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৫১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –এনার্জিপ্যাক পাওয়ারের ৭.৮১ শতাংশ, আনোয়ার গ্যালভানিজিংয়ের ৫.৪৮ শতাংশ, জাহীন স্পিনিংয়ের ৫.৩৩ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৪.০০ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৮৫ শতাংশ, জিমিনি সি ফুরেড ৩.৮০ শতাংশ ও সাউথ বাংলা ব্যাংকের ৩.৪০ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস