খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির উৎপাদন সাময়িক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এনবিআরের সহযোগিতা না করা,কাস্টম কতৃপক্ষের বন্ড লাইসেন্স বন্ধ ও চট্টগ্রাম বন্দরে উচ্চ আদালতের মিথ্যা মামলার কারণে কোম্পানির কাঁচামাল আমদানি বন্ধ রয়েছে। এতে কাঁচামাল দিনে দিনে গুণাগুণ হারিয়ে ফেলছে।
কোম্পানিটি জানায়, উচ্চ আদালতের আদেশ স্বত্তেও কাস্টমস কতৃপক্ষ পণ্য রিলিজ করছে না ও বন্ড নবায়ন করছে না। এতে কোম্পানিটি বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই অবস্থায় সাময়িকভাবে কোম্পানির উৎপাদন বন্ধ ছাড়া কোনো উপায় নেই।