
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১৭ দশমিক ৭৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪৫.৮০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডেসকোর শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ২৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৬.৫০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে ইন্দো-ফার্মা ফার্মার শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ৭৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১২.৫০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ইস্টার্ন লুব্রিকেন্টের ১২.০২ শতাংশ, ইস্টার্ন কেবলসের ৯.৩৫ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৮.৩২ শতাংশ, ন্যাশনাল টির ৮.০২ শতাংশ, এশিয়ান টাইগার গ্রোথ ফান্ডের ৭.৬৯ শতাংশ, জেমিনি সী ফুডের ৭.৬৭ শতাংশ এবং বীচ হ্যাচারির ৬.৬৭ শতাংশ দর বেড়েছে।
এসকেএস