সাপ্তাহিক দর পতনের শীর্ষে এস. আলম কোল্ড রোল্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-০৮ ১১:৩৩:৪৯


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৪ দশমিক ৮৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২০.১০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপারের শেয়ার দর কমেছে ১৩ দশমিক ৪৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৫.৯০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা তসরিফা ইন্ডাষ্ট্রিজের শেয়ার দর কমেছে ১৩ দশমিক ১৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২১.৮০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- হামিদ ফেব্রিকসের ১৩.০৮ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ১২.৩২ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলেরর ১১.৩৬ শতাংশ, জুট স্পিনার্সের ১০.৮৯ শতাংশ, নিউ লাইন ক্লথিংয়ের ৯.০৯ শতাংশ, সিএপিএমআইবিবিএল ফান্ডের ৮.৮৯ শতাংশ এবং ইয়াকিন পলিমারের ৮.৬৩ শতাংশ দর কমেছে।

 

এসকেএস