বাজার মূলধন কমেছে ১৩ হাজার কোটি টাকা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-০৮ ১২:০০:৫০

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে কমেছে বাজার মূলধন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এবং টাকার পরিমাণে লেনদেন। সপ্তাহটিতে ১৩ হাজার ২১৬ কোটি ৬৬ লাখ টাকার বাজার মূলধন কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৫ হাজার ৩৬৪ কোটি ২০ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৮২ হাজার ১৪৭ কোটি ৫৪ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১৩ হাজার ২১৬ কোটি ৬৬ লাখ টাকা বা ১ দশমিক ৯০ শতাংশ।
সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ২৪২ কোটি ৫১ লাখ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮১৩ কোটি ৪৯ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৬ কোটি টাকা।
সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২০৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৬০ পয়েন্টে এবং ১ হাজার ৮৮৯ পয়েন্টে।
সপ্তাহটিতে ডিএসইতে ৩৯৫ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৬ টির, দর কমেছে ২৮৯ টির এবং ২০টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












