রাজধানীসহ সারাদেশে মঙ্গলবার দুপুর ৩টা আট মিনিটের দিকে ভূ-কম্পন অনুভূত হয়েছে। পরপর কয়েকবার এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক তিন।
এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ সীমান্তে অবস্থিত ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার লনতারাইয়ের দক্ষিণ মাছমারা এলাকায়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ১৭২ কিলোমিটার। ভূ-কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, ভূমিকম্প বেশি অনুভূত হয়েছে কুমিল্লা, ফেনীসহ আশপাশের জেলায়।
অন্তত তিনবার ভূমিকম্প প্রচণ্ড ঝাঁকুনি দেয়। প্রাথমিকভাবে এ ভূমিকম্পের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কী না- তা এখনো জানা যায়নি।