আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবাষির্কী আজ বুধবার। এ উপলক্ষে বরিশাল ছাত্রলীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এতে নগরীতে চরম উত্তেজনা ও আতংক বিরাজ করছে বলে ছাত্রলীগের তৃনমূল নেতা-কর্মীরা জানান। তবে কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাতের আশংকায় আগেই প্রস্তুতি নিয়েছে বলে মেট্টোপলিটন পুলিশ জানিয়েছে।
জানাগেছে, ছাত্রলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আজ বুধবার সকালে পাল্টাপাল্টি র্যালি বের করবে মহানগর ছাত্রলীগের দুই গ্রুপ। এর মধ্যে মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে ছাত্রলীগের একাংশ বেলা ১২ টায় নগরীতে র্যালি বের হবে। অন্যদিকে মহানগর ছাত্রলীগের একাংশের নেতা রইচ আহম্মেদ মান্নার নেতৃত্বে ছাত্রলীগের অপর অংশ নগরীতে বেলা সাড়ে ১১ টায় র্যালি বের করবে তারা।
মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন জানান, বেলা ১২ টায় তারা নগরীতে র্যালি সহ কর্মসূচি পালন হবে। তিনি বলেন, বরিশালে রাজতন্ত্র চলছে। রাজ পরিবারের অনুসারীরা যা ইচ্ছা তাই করছে। যারা পাল্টা র্যালি করতে যাচ্ছে তাদের মহানগর ছাত্রলীগে কোন বৈধতা নেই। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগকে অবহিত করা হলেও তারা অসহায় প্রকাশ করেছেন।
মহানগর ছাত্রলীগ নেতা রইচ আহম্মেদ মান্না জানান, প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে বেলা সাড়ে ১১ টায় নগরীতে বর্ণাঢ্য র্যালিসহ কর্মসূচি পালন করবে ছাত্রলীগের নেতাকর্মীরা। অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ নেতৃত্বস্থানীয়দের দাওয়াত দেয়া হয়েছে। মহানগর ছাত্রলীগের পূর্বের কমিটি মেয়াদ উর্ত্তীণ বলে তিনি দাবি করেন।
জানাগেছে, সম্প্রতি ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষ, ভাঙচুরসহ একাধিকবার অস্ত্রের মহাড়া হয়েছে। সর্বশেষ গত শুক্রবার নগরীর বরিশাল ক্লাবের সামনে হামলায় ৩ ছাত্রলীগ কর্মীস আহত হয়। পরে এ ঘটনার দুই গ্রুপ ভাঙচুর ও অস্ত্রের মহড়া দিলে নগরীতে অতংক ছড়িয়ে পড়ে।
বরিশাল মেট্টোপলিটন পুলিশের মুখপাত্র (এসি) ফরহাদ সরদার জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠাবাষির্কীতে পাল্টপাল্টি কর্মসূচির কারণে ঝামেলা হতে পারে বলে ধারণ করা হচ্ছে। যে কারণে নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। বিশেষ করে সদর রোড সংলগ্ন সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয় ও তার আশপাশ এরাকায় সর্তক থাকবে পুলিশ। সূত্র: আমাদের বরিশাল