দর পতনের শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-০৯ ১৪:৫০:৪৮


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৫৪৩ বারে ২১ লাখ ১০ হাজার ৭২২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৪৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এস আলম কোল্ড রোলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩৮১ বারে ১৩ লাখ ৯৬ হাজার ১২৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৬০ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ১১ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১২১ বারে ৩৭ লাখ ৫৭ হাজার ১৮১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৫০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– বসুন্ধরা পেপার মিলের ৮.০৮ শতাংশ, রতনপুর স্টিল রি রোলিং মিলের ৬.৬৭ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৬.৪০ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.৯৭ শতাংশ, তশরিফ ইন্ডাস্ট্রির ৫.৫০ শতাংশ, হামি ইন্ডাস্ট্রির ৫.৩৮ শতাংশ এবং ন্যাশনাল হাউজিংয়ের ৫.১৫ শতাংশ দর কমেছে।

 

এসকেএস