দর বৃদ্ধির শীর্ষে বসুন্ধরা পেপার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-১০ ১৪:৫৩:২০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২০১ বারে ৬ লাখ ৫৮ হাজার ৭২৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৩৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সমতা লেদারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ১১৭ বারে ৬৭ হাজার ২৯৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এস আলম কোল্ড রোলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ৪৮০ বারে ৫ লাখ ১৬ হাজার ৬০৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৯.২২ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৭.২৮ শতাংশ, নর্দান জেনারেল ইন্সুরেন্সের ৫.৪৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৫.৩৭ শতাংশ, খানব্রাদার্স ৫.০৩ শতাংশ , সাইনপুকুর সিরামিকসের ৪.৮৪ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৪.৬৮ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












