

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তেকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দেশটির রাজধানী ম্যানিলায় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) দুতের্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির পর তাকে গ্রেফতার করা হলো।
মানবাধিকার সংগঠনগুলোর দাবি, তার মাদকবিরোধী অভিযানের নামে হাজার হাজার ফিলিপিনোকে বিনাবিচারে হত্যা করা হয়েছে।
ফিলিপাইন সরকারের বরাতে জানানো হয়, হংকংয়ে এক সফর থেকে ফেরার পর আজ ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় দুতের্তেকে।
ভোরে ইন্টারপোল অপরাধ আদালতের কাছ থেকে গ্রেফতারি পরোয়ানার আনুষ্ঠানিক কপি পায় বলে জানিয়েছে এএফপি।
তাকে কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে।
এম জি