দর বৃদ্ধির শীর্ষে এস. আলম কোল্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-১১ ১৪:৪০:৪৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস. আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ১ হাজার ৬২০ বারে ২১ লাখ ৩৬ হাজার ২৫২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৫২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ১৬৬ বারে ২ লাখ ২৬ হাজার ৫৯৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮১ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ৮৯৪ বারে ৫ লাখ ৬৫ হাজার ৩৭৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– শিকদার ইন্স্যুরেন্সের ৯.৭৬ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংকের ৮.৭০ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৮.১৪ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৭.৫৪ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৫.৩৯ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৫.৩৩ শতাংশ ও সমতা লেদারের ৫.২৬ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












