নড়াইলে বাস ধর্মঘট শুরু করেছে মালিক সমিতি
প্রকাশ: ২০১৫-১০-২৫ ১৯:৪২:৪৬

জেলার লোহাগড়ায় বাসে চাঁদাবাজির প্রতিবাদে কালনা-লক্ষিপাশা-নড়াইল-যশোরর সড়কে বাস ধর্মঘট শুরু করেছে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। রোববার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়।
জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি সভাপতি সরদার আলমগীর হোসেন আলম ও সাধারন সম্পাদক কাজী জহিরুল হক জানান, লোহাগড়া উপজেলা কালনা এলাকায় সুমন নামে এক চাঁদাবাজ বাস থেকে চাঁদা দাবি করছে এবং তাকে সময় নিয়ন্ত্রকের চাকরী না দিলে বাস চলতে দেয়া হবেনা বলে জানায়। এঘটনায় সকাল থেকে মালিক সমিতির নেতৃবৃন্দ বাস চলাচল বন্ধ করে দেয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুজ্জামান বলেন, অভ্যন্তরীন কি একটা সমস্য হয়েছে চাকরীরর বিষয় নিয়ে। তিনি দাবি করেন, লোহাগড়ায় বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
সানবিডি/ঢাকা/সিহাব/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













