ব্লক মার্কেটে বৃহস্পতিবার মোট ৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট এক লাখ ৯৪ হাজার ২১২টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৯ কোটি ৯৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে হাইডেলবার্গ সিমেন্ট। এই কোম্পানি ৮০ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ৩৭ লাখ টাকা।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স ৬৪ হাজার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৪৬ লাখ টাকা।
জাহিন স্পিনিং ৩০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৬ লাখ টাকা।
বিএটিবিসি ২০ হাজার ২১২টি শেয়ার লেনদেন করে তালিকার চতুর্থ স্থানে রয়েছে।