দৈনিক জনতার সম্পাদক আহসান উল্লাহ্ খান ও ব্যবস্থাপক (জিএম) বিশু কুমারকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। পাওনা বেতনের জন্য সাংবাদিকদের দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার (০৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দৈনিক বাংলা এলাকায় পত্রিকাটির নিজস্ব কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমূল ইসলাম এ খবর নিশ্চিত করেন।
শ্রমআইনে দায়ের করা একটি মামলায় দু‘জনকে গ্রেফতার করা হয়েছে জানালেও মামলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেননি এসআই নাজমূল।