

ঢাকার চারশ বছরের ইতিহাসের শুরু থেকে শিয়া সম্প্রদায় পবিত্র আশুরায় তাজিয়া মিছিল করে আসছে। তবে এতোদিন শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি হলেও এবার এতে বোমা হামলা হয়েছে। বিষয়টি এখন দেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী আলোচনায়।বিভিন্ন মহল থেকে নানা কথা বলা হলেও বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকীর প্রশ্ন এই বোমা নাজিল হইলো কোত্থেকে?
তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এই প্রশ্ন করেন। ফারুকীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
“আমার জীবনের প্রথম শুটিং মহরমের তাজিয়া। আমার পাক্কা সুন্নি পরহেজগার মা'র নাটক-সিনেমা নিয়া অনাগ্রহ থাকলেও ছেলে মহরমের তাজিয়ার শুটিং করছে এতে ভীষণ খুশি। জীবনে কোনোদিন শুনি নাই বাংলাদেশে শিয়া-সুন্নী লইয়া কোনো হানাহানি-হিংসার চাষ আছে, অন্য যা কিছু লইয়াই থাকুক। আগামী বিশ বছরেও এই বিষয়ে সমাজের ভিতর হিংসার তেমন ভালো ফলনের সম্ভাবনা দেখি না।আমার উত্তর: "ভাই এবং বোনেরা, আমি ইঙ্গিতের ঐ ভাষাটি নজরুলের লাইন থেকে ধার করেছি মাত্র। সবকিছু আক্ষরিক অর্থে দেখলে মাছটা ফসকে যাবে। বৈশ্বিক, রিজিওনাল, লোকাল সব খেলোয়াড়কেই বোঝানো হয়েছে আমার শেষ প্রশ্নে।"
সানবিডি/ঢাকা/রাঅা