সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-১৫ ১১:১৫:০২


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩২ দশমিক ৩৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২০.৬০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম লাইফের শেয়ার দর বেড়েছে ২১ দশমিক ৯৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪৩.৩০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে শ্যামপুর সুগারের শেয়ার দর বেড়েছে ২১ দশমিক ৬১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১২৭.২০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– শাইনপুকুর সিরামিকের ১৬.৯৬ শতাংশ, ইবিএলফাস্ট মিউচুয়াল ফান্ডের ১৬.৬৭ শতাংশ, ভ্যানগার্ড রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ১৫.৫৬ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ১৩.২৮ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১২.৫০ শতাংশ, জিলবাংলা সুগার মিলের ১০.৯০ শতাংশ এবং হাক্কানী পাল্পের ১০.৭৮ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস