৩০০ কোটির তালিকায় ‘দঙ্গল’
প্রকাশ: ২০১৭-০১-০৭ ১২:০৪:৪০
হিন্দি সিনেমার ইতিহাসে চতুর্থ ছবি হিসেবে ৩০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করলো আমির খান অভিনীত ‘দঙ্গল’। ২৫ ডিসেম্বর এক দিনে ৪২ কোটি টাকার ব্যবসা করে আগেই রেকর্ড করেছিল ছবিটি। হারিয়ে দিয়েছিল সালমান খানের ‘সুলতান’কে।
টুইটারে, বি–টাউনের বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ জানিয়েছেন, প্রথম সপ্তাহে ১৯৭ কোটির ব্যবসা করেছিল দঙ্গল। পরের ৬ দিনে সেটা পৌঁছে যায় ১০৬ কোটিতে। অনেকেই বলছেন, সর্বকালের সেরা হিট ছবিগুলোর তালিকায় ঢুকে পড়ছে দঙ্গল। সবে ২ সপ্তাহ হয়েছে, এখনও হাতে রয়েছে অনেকদিন। ফলে ক্রমে তালিকার আরও ওপরের দিকে উঠে আসবে ছবিটি।
ভারতীয় সিনেমার ইতিহাসে এখনও সবচেয়ে বড় অঙ্কের বাণিজ্য করার রেকর্ড রয়েছে আমির খানের ছবি ‘পিকে’র। তারপরে রয়েছে বাহুবলি, বজরঙ্গি ভাইজান ও সুলতান। মুক্তি পাওয়ার দু’সপ্তাহ পরেই তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে দঙ্গল।
প্রযোজক, পরিচালকের আশা, দ্রুত সবাইকে ছাপিয়ে গিয়ে তালিকায় আরও উঠে আসবে দঙ্গল। এমনকী সর্বকালের সেরা ছবিও হয়ে উঠতে পারে নীতীশ তিওয়ারি পরিচালিত ও আমির খান অভিনীত ছবিটি।
সানবিডি/ঢাকা/এসএস