রাবিতে যৌন হয়রানি প্রতিরোধে গণস্বাক্ষর

প্রকাশ: ২০১৫-১০-২৫ ১৯:৪৬:২৪


RUবিশ্ব অরেঞ্জ দিবস উপলক্ষ্যে যৌন হয়রানি প্রতিরোধ গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

রোববার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে এ কর্মসূচি আয়োজন করা হয়।

ইউএন উইমেন, সুইডিস অ্যাম্বাসি ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচির প্রতিপাদ্য বিষয় ছিল ‘ইন্ড ভায়োল্যান্স এগেইনস্ট উইমেন’। রোববার এ কর্মসূচির উদ্বোধন করেন যৌন নিপীড়ন বিরোধী সেল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মাহবুবা কানিজ কেয়া। এ সময় আইন বিভাগের অধ্যাপক ড. আবদুল আলিম উপস্থিত ছিলেন। গণস্বাক্ষর কর্মসূচি চলে দুপুর ২টা পর্যন্ত।

গণস্বাক্ষর কর্মসূচির সমন্বয়কারী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মাসুম জানান, পর্যায়ক্রমে ঢাকা, জাহাঙ্গীরনগর ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হচ্ছে।

সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস