দর পতনের শীর্ষে ন্যাশনাল ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-১৭ ১৪:৩০:৩৪


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৯৮ বারে ৭ লাখ ৭ হাজার ৮২০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৯ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রবি আজিয়াটার শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ বারে ২১৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৪০ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মাগুরা মাল্টিপ্লেক্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮৯৭ বারে ৪ লাখ ২৬ হাজার ৮৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.১৩ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.০০ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি মিউচুয়াল ফান্ডের ৪.৪৪ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৪.৪০ শতাংশ, শিকদার ইন্স্যুরেন্সের ৪.৪২ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৯৫ শতাংশ এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৩.৯৪ শতাংশ দর কমেছে।

 

এসকেএস