
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ফান্ডটি ২ হাজার ১৩ বারে ৩২ লাখ ৬০ হাজার ৮০৯ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ফান্ডটি ১০৮ বারে ১০ লাখ ২৩ হাজার ৯১৪ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এস আলম কোল্ড রোলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৩৬ বারে ১৭ লাখ ০৫ হাজার ৮৮৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – শাইনপুকুর সিরামিকসের ৯.৭৮ শতাংশ, সালভো কেমিক্যালের ৮.৯৪ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ৮.৮৯ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৮.৮৭ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.৩২ শতাংশ, এভেন্স টেক্সটাইলের ৬.৭৩ শতাংশ ও ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৬.৪৫ শতাংশ দর বেড়েছে।
এসকেএস