দর পতনের শীর্ষে তাল্লু স্পিনিং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-১৯ ১৫:১৮:০২

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে তাল্লু স্পিনিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬২ বারে ১ লাখ ৭২ হাজার ৫৭২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সমতা লেদারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ২১ শতাংশ কমেছে। কোম্পানিটি ২২৮ বারে ৫২ হাজার ৪৫৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ০৮ শতাংশ কমেছে। ফান্ডটি ১১৬ বারে ৫ লাখ ৩০ হাজার ৩৩০ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ২৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– সোনারগাঁও টেক্সটাইলের ৪.০১ শতাংশ, মিথুন নিটিংয়ের ৪.০০ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৩.৫৭ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৩.৫৪ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৩.৪২ শতাংশ, স্টাইল ক্রাফটের ৩.৩০ শতাংশ এবং মাগুরা মাল্টি প্লেক্সের ৩.০০ শতাংশ কমেছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












