জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৯৫ রান। নিউজিল্যান্ড তাদের নির্ধারিত ২০ ওভারে ৪ ্উইকেট হারিয়ে করে ১৯৪ রান।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ সময় সকাল ৮টায় মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন।
শুরুতেই কিউইদের তিন উইকেট তুলে নিয়েছিলেন বাংলাদেশি বোলাররা। রুবেলের জোড়া আঘাতের পর মোসাদ্দেকও তুলে নেন উইকেট। তবে এরপরই ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। কোরি অ্যান্ডারসনকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক কেন উইলিয়ামসন। এ দুই ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিংয়ে উল্টো চাপে পড়ে টাইগার বোলাররা। জোড়া আঘাতের পর রুবেল তার শেষ ওভারের প্রথম বলে উইলিয়ামসনকে বোল্ড করে নিজের তৃতীয় উইকেট যখন তুলে নেন তখন নিউজিল্যান্ডের সংগ্রহ ১৬৫ রান। আর উইলিয়ামসন করেন ৬০ রান।
রুবেল ৪ ওভার বল করে ৩১ রান দিয়ে নেন ৩ উইকেট। অপর উইকেটটি নেন মোসাদ্দেক। নিউজিল্যান্ডে এন্ডারসন ৯১ রানে অপরাজিত থাকেন।