
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩০ দশমিক ০৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৬২.৩০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের শেয়ার দর বেড়েছে ২৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৫.২০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ২৩ দশমিক ০৮ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ৪.৮০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ডের ২০ শতাংশ, এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৮.৭৫ শতাংশ, ইন্টার্ন লুব্রিকেন্টের ১৮.৪৮ শতাংশ, এসআলম কোল্ড স্টিলের ১৮.৪২ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৭.৮৬ শতাংশ, ইন্ট্রাকোর ১৪.৭৫ শতাংশ এবং একমি পেস্টিসাইডসের ১৪.২৯ শতাংশ দর বেড়েছে।
এসকেএস