সাপ্তাহিক দর পতনের শীর্ষে আলিফ ইন্ডাষ্ট্রিজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-২২ ১০:৪৭:৪৩


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৩ দশমিক ৫৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৫৬.৭০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিন্ডে বিডির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৭৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৯৩৯.৭০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর কমেছে ৯ দশমিক ০৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪.০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-  জিলবাংলা সুগার মিলের ৮.৯৯ শতাংশ, রবির ৭.৪৭ শতাংশ, দুলামিয়া কটনের ৬.৪২ শতাংশ, অরিয়ন ইনফিউশনের ৬.২২ শতাংশ, সোনারগাঁ টেক্সটাইলের ৬.২১ শতাংশ, খান ব্রাদার্সের ৫.৮২ শতাংশ এবং এইচআর টেক্সটাইলের ৫.৭৫ শতাংশ দর কমেছে।

 

এসকেএস