জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাউথ এশিয়ান স্টাডি সার্কেলের উদ্যোগে যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি ও রোহিঙ্গা সমস্যা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সাউথ এশিয়ান স্টাডি সার্কেল-জবির পরিচালক অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাব্বির আহমেদ ও আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সমিতির সদস্য ড. সিনহা এম. এ সাঈদ বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহের মধ্যে গবেষণা এবং উচ্চতর শিক্ষায় অন্যতম। রাষ্ট্রের রাজনীতি এবং পারিপার্শি¦ক উন্নয়নের ক্ষেত্রে এই বিভাগের ছাত্র-শিক্ষকদের অবদান আরো বেশি অনস্বীকার্য হবে তাদের গবেষণার মধ্য দিয়ে।’তিনি আরো বলেন বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের নির্বাচন পদ্ধতি অনুকরণীয় ও শান্তিপ্রিয়।রোহিঙ্গা ইুস্যুতে তিনি বলেন জঙ্গী তৎপরতা যাতে বৃদ্ধি না পায় সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। বাঙালি, মানুষ, মুসলমান এই দর্শন এর মধ্য দিয়ে আভ্যন্তরীণ জঙ্গীবাদ নিরোধ করা যাবে।
সেমিনারে ‘যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি : একটি পর্যবেক্ষন শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক দীপক কুমার বিশ্বাস এবং রোহিঙ্গা উদ্বুস্তু সমস্যা : ট্র্যাডিশনাল ও নন ট্র্যাডিশনাল সিকিউরিটি, প্রেক্ষাপট বাংলাদেশ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আজমীরা সুলতানা।
এসময় বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সানবিডি/জবি/ইসমাইল/এসএস