তিন সেঞ্চুরিতে দ. আফ্রিকা ৪৩৮, ধুকছে ভারত
আপডেট: ২০১৫-১০-২৫ ১৯:৫৬:৩৯
ভারতীয় বোলারদের ভীষন লজ্জার দিন। মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে ভারতীয় বোলারদের রীতিমত পাড়া মহল্লার বোলারে নামিয়ে আনলেন ডি কক, ডু প্লেসিস এবং মারকুটে এবিডি ভিলিয়ার্স। সেঞ্চুরি হাঁকিয়েছেন তিন জনই। আর তিন সেঞ্চুরিতে ভেসে গেল ভারতীয় বোলিং লাইন। প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকার রান গিয়ে দাঁড়ালো ৪ উইকেটে ৪৩৮।
ভারতের বিপক্ষে এটা দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় স্কোর এবং দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ওয়ানডে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বেশী রানের ইনিংস হলো ৪৩৯। এবছরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই রান করেছিল দক্ষিণ আফ্রিকা।
১৩ বলে ২৩ করে হাশিম আমলা ফিরে গেলেও আর পিছন ফিরে তাকাতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। একে একে সেঞ্চুরি হাঁকান ডি কক, ডু প্লেসিস ও অধিনায়ক এবিডি ভিলিয়ার্স। মাত্র ৬১ বলে ১১৯ রান করেন ভিলিয়ার্স। সিরিজে এটা তিন নম্বর সেঞ্চরি তার। ডু প্লেসিস ১১৫ বলে করেন ১৩৩। আর ডি কক ১০৯ করেন ৮৭ বলে।
বিশাল লক্ষ্য নিয়ে ব্যাট করছে ভারত। ম্যাচটা জিতলেই পাঁচ ম্যাচের সিরিজ জিতে ফেলবে দক্ষিণ আফ্রিকা। সেক্ষেত্রে ৩ বছরের মধ্যে প্রথমবারের মতো দেশের মাটিতে সিরিজ হারবে ভারত।
সানবিডি/ঢাকা/রাআ